[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ৪:২৩ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা, হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এছাড়া কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব সদস্য হিসেবে থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ন্যায়বিচার ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সরকারের অঙ্গীকার অটুট।

গোপালগঞ্জের ঘটনায় যারা সহিংসতায় জড়িত, তাদের আইনের আওতায় এনে জবাবদিহির ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর