[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

একযোগে গণঅধিকার পরিষদের গোলাপগঞ্জ কমিটির ১২ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ৮:৫৬ এএম

সংগৃহীত ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধের জেরে একযোগে পদত্যাগ করেছেন সংগঠনের ১২ জন নেতা।

নতুন কমিটিকে ‘পকেট’ ও ‘ভুয়া’ দাবি করে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলীয় প্যাডে স্বাক্ষর করে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগকারী নেতারা হলেন: তাজ উদ্দিন, সুহেল আহমদ, এমএম হাসান, আব্দুর রহিম, শাকের আহমদ শাকিল, মর্তুজ আলী, শাহাব উদ্দিন, শুয়াইব আহমদ, খালেদ আহমদ, এমরান আহমদ, আমীর আলী ও মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনামুল হক সাজু, দুলাল আহমদ, বেলাল মিয়া, মাসুক উদ্দিন, কবির আহমদ, এনামুল হক পাপ্পু, জামিল হোসেন, মোহাম্মদ ইব্রাহিমসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, ১৫ জুলাই সিলেট জেলা গণঅধিকার পরিষদ সৈয়দ আলবাব হুসাইনকে আহ্বায়ক ও আব্দুস সামাদকে সদস্য সচিব করে গোলাপগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয়। কিন্তু এই কমিটি তাদের অজান্তে গঠন করা হয়েছে এবং এতে স্থানীয়ভাবে সক্রিয় ও অভিজ্ঞ নেতাদের উপেক্ষা করে অপরিচিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, “এটি একটি পকেট কমিটি, যার নেতৃত্ব আমরা মেনে নিতে পারি না। আমরা যারা দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মতামত না নিয়ে এমন কমিটি গঠন গভীর অগণতান্ত্রিক।”

নেতারা আরও জানান, নতুন আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, বরং তারা কে তাও জানেন না। তাদের নাম অনুমোদিত কমিটিতে অনৈতিকভাবে সংযুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে, পদত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন বলেন, “কমিটি থেকে কেউ পদত্যাগ করেছে বলে আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমাদের ঘোষিত কমিটির নেতারা মাঠে সক্রিয় রয়েছেন। যদি কেউ ব্যক্তিগতভাবে পদত্যাগ করে থাকেন, তাহলে তা সাংগঠনিকভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা কমিটি সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাইম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজনের স্বাক্ষরিত প্যাডে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর