[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ৬:৪৪ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে ‘অগ্রহণযোগ্য ও ন্যক্কারজনক’ উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে যুবকদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা মৌলিক অধিকার লঙ্ঘনের লজ্জাজনক দৃষ্টান্ত।

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), পুলিশ ও সাংবাদিকদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যানবাহন ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে সহিংসতা হয়েছে।”

সরকার দাবি করে, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্র সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “এই বর্বর হামলায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে এবং সমাবেশে অংশ নেওয়া সাহসী নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানায়। বিবৃতির শেষাংশে বলা হয়, “বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার নিশ্চিত হবে এবং কার্যকরও হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর