জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে এই সংঘর্ষের পর পরই জেলার প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরপার্ক ও আশপাশের এলাকায় সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসমাগম ও সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের বহরে হামলা হয়। এনসিপি এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে, যদিও ছাত্রলীগ তা অস্বীকার করেছে।
এসআর
মন্তব্য করুন: