নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে এখন আর নৌকা প্রতীকটি নেই
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?”
উল্লেখ্য, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পরও ইসির প্রতীক তালিকায় নৌকা থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। অবশেষে তা সরিয়ে নেওয়ার মাধ্যমে কমিশন নিজেদের অবস্থান স্পষ্ট করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: