[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

জুলাই শহীদরা ‘মহাকাব্যিক’ বীরত্বগাথা রচনা করেছেন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ৮:৩১ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৫ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ‘জুলাই শহীদ’দের স্মরণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই শহীদরা চব্বিশের গণঅভ্যুত্থানে এক মহাকাব্যিক বীরত্বগাথা রচনা করে গেছেন।

তারা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্রব্যবস্থার। তাদের আত্মত্যাগ থেকে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

বুধবার (১৬ জুলাই) প্রথমবারের মতো পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই সেই সব অকুতোভয় শহীদদের, যারা স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করতে আত্মোৎসর্গ করেছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে একাধিক কর্মসূচি গ্রহণ করেছি।”

তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে শহীদদের স্মৃতি রক্ষার পাশাপাশি পরিবারগুলোর কল্যাণ নিশ্চিত করতে। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও গেজেটে প্রকাশের কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা অনুদান ও নিয়মিত মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আহত আন্দোলনকারীদের জন্যও অনুরূপ সহায়তা চালু আছে।

ড. ইউনূস বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা এক নতুন বাংলাদেশ গঠনের পথে একযোগে এগিয়ে যাব—এটাই হোক আজকের দিনের অঙ্গীকার। আমি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করি।”

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের গুলি ও সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় অন্তত ছয়জন শিক্ষার্থী-জনতা শহীদ হন। এরপর শহীদদের আত্মত্যাগ আন্দোলনে নতুন গতি এনে দেয়। দেশজুড়ে ছড়িয়ে পড়ে ছাত্র-শ্রমিক-জনতার গণবিস্ফোরণ। একপর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সর্বস্তরের মানুষ রাজপথে নামলে চূড়ান্ত মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারো শহীদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত হয় একটি নতুন রাষ্ট্রব্যবস্থা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর