[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামী ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করবে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও যথাযোগ্যভাবে প্রার্থনার আয়োজন করা হবে।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর