[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

নতুন সচিব পেল সংসদ সচিবালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৯:৫৬ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা।

সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। তিনি সদ্য অবসরপ্রাপ্ত সচিব মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। মিজানুর রহমান চলতি বছরের ১৬ জুন চাকরির মেয়াদ শেষে অবসরে যান।

 

এদিন আরেকটি গুরুত্বপূর্ণ আদেশে, রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত বিশেষ সহকারী হিসেবে ড. শেখ মইনউদ্দিনকে নিয়োগ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ শেখ মইনউদ্দিনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।
রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩(বি)(ii)(a) অনুযায়ী একই কাঠামোয় এবার তাকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করা হলো, যাতে তিনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে পারেন।

প্রসঙ্গত, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর