[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীর আহমেদের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৮:৩৩ পিএম

সংগৃহীত ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে থাকা দুটি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা আরও দুটি ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন,
“সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি পুলিশের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় এসব সম্পদ অবৈধভাবে উপার্জন করেন।”

আবেদনে আরও বলা হয়, বর্তমানে বেনজীর আহমেদ তার ও স্বজনদের নামে থাকা বিভিন্ন সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় স্বার্থে সম্পদের বাজেয়াপ্তকরণকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে মামলার তদন্ত চলাকালীনই এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত করা প্রয়োজন বলে আদালতকে জানায় দুদক।

 

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক পদেও ছিলেন।

গত বছরের ৪ মে বেনজীর আহমেদ সপরিবারে দেশত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হলে আদালত ইন্টারপোলের মাধ্যমে তার নামে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সব সম্পদের তথ্য সংগ্রহ ও জব্দ প্রক্রিয়া চলমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর