[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

সোহাগ হত্যা মামলায় সজিব ও রাজীব ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৫:০৩ পিএম

সংগৃহীত ছবি

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি সজিব বেপারী ও রাজীব বেপারীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

 

গত ১০ জুলাই (বুধবার) বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র জনমনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পরপরই নিহত সোহাগের পরিবার কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সরকার জানিয়েছে, এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর