এ বছর হজ ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া খরচ কম হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিদের মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে ফেরত দেওয়া হচ্ছে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারি ব্যবস্থাপনায় হজ করা পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনের কাছে অতিরিক্ত গৃহভাড়ার টাকা জমা পড়েছিল, যা খরচ সাশ্রয়ের কারণে ফেরত দেওয়া হচ্ছে।”
উপদেষ্টা আরও জানান, প্রত্যেক হাজি কমপক্ষে ৫,৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩,৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন, যা ব্যয়ের হিসাব অনুযায়ী ব্যক্তি ভেদে নির্ধারিত হবে।
তিনি এ সময় ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, এ বছরের সাফল্য ও আগামী মৌসুমের প্রস্তুতি নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এসআর
মন্তব্য করুন: