নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক বাতিল করে ‘শাপলা’ প্রতীককে সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে এ কথা জানান দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
সকাল ১১টার দিকে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। প্রতিনিধি দলে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘শাপলার কোনো বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। আমাদের এই ন্যায্য দাবি অগ্রাহ্য করা হলে রাজনৈতিকভাবে লড়াই চলবে।’
এনসিপি নেতারা নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান। নাসিরউদ্দিন বলেন, “ইসি পুনর্গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন হলে আইন সংশোধন করতে হবে। যেসব কমিশনার ইতিবাচক ভূমিকা রেখেছেন, তাদের রেখে বাকিদের পুনর্বিন্যাস করা যেতে পারে।”
প্রসঙ্গত, গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনীতে নির্বাচন কমিশন ১১৫টি প্রতীক তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। সেই তালিকায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।
উল্লেখ্য, গত ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় ‘শাপলা’ প্রতীক দাবি করে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি, যার মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। অবশিষ্ট প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও নতুন দলগুলোর জন্য সংরক্ষিত রাখা হবে।
এসআর
মন্তব্য করুন: