[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন, ‘বিমানে বোমা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ১:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-কাঠমান্ডুগামী একটি বিমানে বোমা রয়েছে—এমন ভুয়া তথ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়েছিলেন এক মা।

তার মূল উদ্দেশ্য ছিল—ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ফ্লাইট বিজি ৩৭৩ কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতির সময় কন্ট্রোল টাওয়ারে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে—যেখানে দাবি করা হয়, বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করে ফ্লাইট বাতিল করে যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়।

র‍্যাবের ডিজি আরও জানান, তদন্তে উঠে এসেছে, এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী ও মা প্রতিক্রিয়া দেখান। পরে ছেলের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটের তথ্য নিয়ে ওই ব্যক্তি (ছেলের মা) কন্ট্রোল টাওয়ারে ফোন করে ভুয়া বোমার হুমকি দেন।

ফ্লাইটে বোমা রয়েছে কি না তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট আড়াই ঘণ্টা ধরে তল্লাশি চালায়। কোনো বিস্ফোরক না পাওয়ায় ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয় এবং রাতে তা কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর