ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার গুজব ছড়িয়ে পড়লে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
তবে তল্লাশির পর কোনো বোমার অস্তিত্ব না পাওয়ায় ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (লিগ্যাল অ্যাফেয়ার্স) ও জনসংযোগ ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ খান জানিয়েছেন, “কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি-৩৭৩-এর সব যাত্রী ও লাগেজ নিরাপত্তা পরীক্ষার পর বিমানে ওঠানো হয়েছে। এখন পাইলটরা কেবল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এটিসি) ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছেন। ক্লিয়ারেন্স পাওয়া মাত্রই বিমানটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে।”
এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সে সময় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে ফ্লাইটে বোমা থাকার হুমকি দেওয়া হয়। তখন উড়োজাহাজটিতে ১৪২ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন এবং এটি রানওয়ের দিকে ট্যাক্সি করছিল।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স, এভসেক, বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, এপিবিএনের ডগ স্কোয়াড এবং পরে র্যাবের বিশেষ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
এ সময় ফ্লাইটের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে এনে পুনরায় স্ক্রিনিং শেষে লাউঞ্জে নেওয়া হয়। বিমানের ভেতর এবং লাগেজে একাধিকবার তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
বাংলাদেশ বিমানবন্দরের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, “বোমা থাকার খবরটি অজ্ঞাত সূত্র থেকে পাওয়া একটি ফোনকলের মাধ্যমে এসেছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।”
এদিকে, বিমানবন্দরের সব ধরনের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বেবিচকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: