[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

কোভিড হাসপাতাল নির্মাণে দুর্নীতির অভিযোগে দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ১০:০০ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বব্যাংকের অর্থায়নে মহাখালীতে ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীর এবং বেসরকারি প্রতিষ্ঠান এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

দুদকের দায়ের করা এজাহারে বলা হয়েছে, প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন বা ওয়ার্ক অর্ডার ছাড়া কেবল মৌখিক নির্দেশের ভিত্তিতে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে হাসপাতালের ৬ষ্ঠ তলায় কাজ করার দায়িত্ব দেন।

এর বিপরীতে প্রতিষ্ঠানটি ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা বিল করে, যা পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। তবে নিরপেক্ষ প্রকৌশল যাচাইয়ে প্রকৃত কাজের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা।

ফলে বাকি ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা ২৮ পয়সা অতিরিক্ত বিল প্রদানের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা হয়েছে বলে দুদক তদন্তে নিশ্চিত হয়েছে।

দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থান নিচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর