সরকারি প্রটোকলে নারী উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের যে প্রথা চালু ছিল, তা বাতিল করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীত প্রশাসনে জারি করা একটি নির্দেশনায় প্রধানমন্ত্রী ও অন্যান্য নারী উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নিয়ম চালু ছিল, যা বহু ক্ষেত্রে স্বাভাবিক প্রটোকল চর্চার বাইরে চলে যায়। বিষয়টি পুনর্মূল্যায়নের পর উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্দেশনাটি বাতিল করেছে।
একইসঙ্গে অতীত সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’সমূহ পর্যালোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: