[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ৪:৪০ পিএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ অভিযোগ গঠনের আদেশ দেন। এ আদেশের মধ্য দিয়ে এ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি

অভিযোগ গঠনের শুনানির সময় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তিনি নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং আদালত তা গ্রহণ করে।

অপরদিকে, মামলার প্রধান দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের পক্ষে শুনানি পরিচালনা করেন।

অভিযোগ গঠনের পটভূমি

গত ৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। ওইদিন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি সম্পন্ন করেন।

অন্যদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। মামলার অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ।

প্রসঙ্গত, গত ১ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে আদেশের জন্য দিন নির্ধারণ করেছি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর