[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনবল নিয়োগ, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত প্রস্তুতিসহ নানা দিক বিবেচনায় রেখে নির্বাচনের রূপরেখা তৈরি করা হচ্ছে।”

তিনি জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে (পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড) ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। এদের সবাইকে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আগামী নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব বিবেচনায় নিয়ে আলাদা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাননি— এমন ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা ভোটকেন্দ্রের বুথ রাখার বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।”

ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আনুমানিক ৪৭ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ১৬ হাজার কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানান শফিকুল আলম। এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, “প্রত্যেকটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব প্রযুক্তির কার্যকর ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের জন্য আলাদা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ভোট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। শফিকুল আলম বলেন, “অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভোট সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণের অভাব থাকে। সেজন্য তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর