গুম প্রতিরোধ ও প্রতিকারে অগ্রাধিকারমূলক পদক্ষেপ নিয়ে কমিশনের সঙ্গে এক বৈঠকে এ তালিকা হস্তান্তর করে সংগঠনটি।
বুধবার (৯ জুলাই) রাজধানীতে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, ইউভিইডির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের মুখ্য আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামান। চার সদস্যের প্রতিনিধি দলটিকে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইউভিইডি:
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন,
“কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় যতদূর সম্ভব, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
ঘণ্টাব্যাপী এ বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: