[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির তালিকা জমা ইউভিইডির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ৯:১২ পিএম

সংগৃহীত ছবি

গুম প্রতিরোধ ও প্রতিকারে অগ্রাধিকারমূলক পদক্ষেপ নিয়ে কমিশনের সঙ্গে এক বৈঠকে এ তালিকা হস্তান্তর করে সংগঠনটি।

বুধবার (৯ জুলাই) রাজধানীতে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, ইউভিইডির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের মুখ্য আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামান। চার সদস্যের প্রতিনিধি দলটিকে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে আলোচনা ও প্রস্তাবনা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইউভিইডি:

  • ২০০ জন গুম হওয়া ব্যক্তির তালিকা জমা দেয়
  • তাদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চায়
  • গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রস্তাব তুলে ধরে
  • গুমের ঘটনায় বিচারিক উদ্যোগ গ্রহণ এবং আইনি কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন,

“কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় যতদূর সম্ভব, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

ঘণ্টাব্যাপী এ বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর