শাপলা’ প্রতীক নিয়ে দুটি রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে, এই প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না।
শাপলা এখন থেকে নির্বাচনি প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
বুধবার (৯ জুলাই) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন,
“নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় ‘শাপলা’ রাখা হচ্ছে না। এটি নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত হচ্ছে না। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।”
সম্প্রতি নাগরিক ঐক্য তাদের বর্তমান প্রতীক ‘কেটলি’র পরিবর্তে ‘শাপলা’ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। একই সঙ্গে নতুন নিবন্ধনের অপেক্ষায় থাকা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চায়।
তবে শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হওয়ায় এই প্রতীক রাজনৈতিক দলে বরাদ্দ দেওয়া নিয়ে বিতর্ক ও আপত্তি উঠে। এ পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করে ‘শাপলা’ প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্ত আসে নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের বৈঠকে। কমিশনের মতে, জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষার স্বার্থে শাপলাকে কোনো দলের নির্বাচনি প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া সমুচিত নয়।
এসআর
মন্তব্য করুন: