[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পূর্ণ প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ৮:৪০ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫ ৮:৪৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশেষ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও প্রশিক্ষণ সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

প্রেস সচিব আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এজন্য তাদের প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে ১৮-৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন করা যায় কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।

প্রেক্ষাপট

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার গঠনের পর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দ্রুত আয়োজনের দাবি জানিয়ে আসছে।

প্রধান উপদেষ্টা বরাবরই বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৫ সালের ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর গণমাধ্যমে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই ঘোষণার পর থেকেই দেশের রাজনীতিতে নির্বাচন ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর