[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১৬ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও দশজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৬ জন কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার।

বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজি (৫ জন):

১. রেবেকা সুলতানা – পুলিশ সদর দপ্তর → অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
2. ফয়সল মাহমুদ – রাজশাহী সারদা → সিলেট রেঞ্জ
3. মো. আশরাফুল ইসলাম – অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) → পুলিশ সদর দপ্তর
4. ফারুক আহমেদ – পুলিশ সদর দপ্তর → আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর
5. মো. মিজানুর রহমান – স্পেশাল ব্রাঞ্চ (এসবি) → ট্রাফিক ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকা

বদলি হওয়া পুলিশ সুপার (১০ জন):

  1. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া – হাইওয়ে পুলিশ → রংপুর রেঞ্জ ডিআইজি অফিস
  2. মো. সাখাওয়াত হোসেন – বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার → রাজারবাগ পুলিশ টেলিকম
  3. মো. খাইরুল ইসলাম – হাইওয়ে পুলিশ → ট্যুরিস্ট পুলিশ
  4. খন্দকার নুর রেজওয়ানা পারভীন – পিবিআই → পুলিশ সদর দপ্তর
  5. মীর আবু তৌহিদ – পিটিসি, নোয়াখালী → সিআইডি
  6. মো. মিজানুর রহমান – ট্যুরিস্ট পুলিশ → এপিবিএন
  7. আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান – খুলনা মেট্রোপলিটন পুলিশ → সিআইডি
  8. সৈকত শাহীন – কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার → শিল্পাঞ্চল পুলিশ
  9. কাজী মো. আবদুর রহীম – এটিইউ → চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়
  10. মো. আব্দুল্লাহ আল ইয়াছিন – সিআইডি → বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার

অতিরিক্ত বদলি:

  • মো. আমিনুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ → স্পেশাল ব্রাঞ্চ (এসবি)

এ রদবদলের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন কর্মকর্তারা, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর