আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ (বুধবার) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে।
এ পর্যন্ত বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে গত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকের পর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন ইঙ্গিত পাওয়া যায়।
তবে নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আজকের সংবাদ সম্মেলনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এসআর
মন্তব্য করুন: