[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

এস আলমের আরও ১১৩ কোটি টাকা ফ্রিজের আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ৮:০৬ পিএম

সংগৃহীত ছবি

আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নেতৃত্বাধীন এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা তিন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনে বলা হয়, মানিলন্ডারিংয়ের অভিযোগে গঠিত তদন্ত টিম অনুসন্ধানে দেখতে পায় যে সাইফুল আলম ও তার ঘনিষ্ঠরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় থাকা অর্থ সরানোর চেষ্টা করছেন। ফলে অনুসন্ধান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ওই হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন হয়ে পড়ে।

এর আগেও এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক সম্পদ জব্দ ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে:

  • ৭ অক্টোবর: এস আলমসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ১৬ জানুয়ারি: ৩,৫৬৩ কোটি টাকার শেয়ার ফ্রিজ
  • ৩ ফেব্রুয়ারি: ৩৬৮ কোটি টাকার ১৭৫ বিঘা সম্পদ জব্দ
  • ১২ ফেব্রুয়ারি: ৫,১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
  • ২৩ ফেব্রুয়ারি: ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
  • ১০ মার্চ: ১,০০৬ বিঘা জমি জব্দ
  • ৯ এপ্রিল: ৯০ বিঘা জমি জব্দ ও ৩৭৪টি ব্যাংক হিসাব ফ্রিজ
  • ১৭ এপ্রিল: ১,৩৬০টি ব্যাংক হিসাব ফ্রিজ (মোট অর্থ: ২,৬১৯ কোটি টাকা)
  • ২৩ এপ্রিল: ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দ
  • ২৭ এপ্রিল: ৫৫৯ কোটি টাকার ১,০১৪ বিঘা জমি জব্দ
  • ১৭ জুন: ১৮০ কোটি টাকার ২০০ একর জমি জব্দ

এস আলম গ্রুপের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক টানা অভিযান ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর