প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করা এবং প্রতারণার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (৮ জুলাই) আইএসপিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল সচিবের ছবি, দাপ্তরিক পরিচয় এবং মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
বিশেষ করে ০১৩৩৭-৪০৯৩১৮ ও ০১৩৩৯-০৫৪০০৮ নম্বর থেকে ফোনকল ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া পরিচয়ে অনৈতিক সুবিধা দাবি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি প্রতিরক্ষা সচিবের পরিচয়ে এমন প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
আইএসপিআর স্পষ্টভাবে উল্লেখ করেছে, প্রতিরক্ষা সচিব বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কখনোই এ ধরনের যোগাযোগ করা হয় না। কাজেই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে কেউ প্রতারিত হলে তা সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
সবার উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে: "এই ধরনের প্রতারকদের বিষয়ে সচেতন হোন, সতর্ক থাকুন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন।"
এসআর
মন্তব্য করুন: