[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ৬:৫০ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫ ৭:৫৫ পিএম

সংগৃহীত ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই, যা চলবে ৩ আগস্ট পর্যন্ত।

এর পর পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির চারটি নির্দেশনা:

১. নিষিদ্ধ সামগ্রী নিষিদ্ধ:
পরীক্ষার হলে বই, নোট, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট/ডেবিট কার্ড সদৃশ ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কোনো প্রার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. কড়া তল্লাশি:
প্রবেশপত্র যাচাই ও মেটাল ডিটেক্টরের সাহায্যে নিষিদ্ধ সামগ্রী তল্লাশির পরই প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ সময় পুলিশের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।

  1. এসএমএসে সতর্কতা:
    পরীক্ষার দিন প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে সতর্ক করা হবে। সবাইকে এসএমএসের নির্দেশনা মেনে চলতে হবে।

৪. কান খোলা রাখতে হবে:
পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। কেউ যদি শ্রবণ সহায়ক যন্ত্র (হিয়ারিং এইড) ব্যবহারের প্রয়োজন মনে করেন, তাহলে পূর্বানুমতি নিতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র সঙ্গে রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা বাজেয়াপ্ত করা হবে। সেই সঙ্গে ২০১৪ সালের বিসিএস নিয়োগ বিধিমালা অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে।

এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ধারা ১০ থেকে ১৪ অনুযায়ী কেউ যদি অপরাধ করেন বা সহায়তা করেন, তাহলে তিনি সংশ্লিষ্ট ধারায় উল্লিখিত শাস্তির আওতায় পড়বেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর