[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

বন্ধ হচ্ছে ৬৭ লাখ অতিরিক্ত সিম, ১ এনআইডিতে ১০টির বেশি সিম নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ৩:২৯ পিএম

সংগৃহীত ছবি

একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন—বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এমন সিদ্ধান্তে বন্ধ হয়ে যেতে পারে প্রায় ৬৭ লাখ সিম।

এ সিদ্ধান্তের প্রভাবে প্রায় ২৬ লাখ গ্রাহক এর আওতায় আসবেন।

বিটিআরসি জানায়, আগামী ১৫ আগস্ট থেকে নতুন সীমা কার্যকর হবে। এর আগে ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে।

গত ৩০ জুন বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রাহকদের তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের পাঠানো হবে। এরপর অপারেটররা সংশ্লিষ্ট গ্রাহকদের জানাবে—তারা কোন ১০টি সিম রাখতে চান।

প্রসঙ্গত, ২০১৭ সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল বিটিআরসি। তবে এরপর তা হালনাগাদ হলেও সিম সংখ্যা অপরিবর্তিত ছিল।

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর