দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চারদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে এ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৭ জুলাই) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরেও প্রবল মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী:
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী তিনদিনের সারসংক্ষেপ:
বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: