[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৪:২৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ১০ জুলাই দেওয়া হবে।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশের তারিখ নির্ধারণ করে।

এদিন সকালে অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১ জুলাই মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এবং আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। ওই শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

গত ১২ মে তদন্ত সংস্থা জুলাই-আগস্টে সংঘটিত alleged গণহত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। প্রতিবেদনে শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই মামলার পটভূমিতে বলা হয়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর সহিংস হামলার অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়, যাতে বহু মানুষের প্রাণহানি ঘটে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১০ জুলাই অভিযোগ গঠনের আদেশে স্পষ্ট হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর