[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

“কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন” — আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথে হাঁটছে না। বরং দলগুলোর মতামত ও আপত্তি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। উদাহরণস্বরূপ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তির পরিপ্রেক্ষিতে কমিশন ইতোমধ্যেই বিকল্প প্রস্তাব দিয়েছে।”

তিনি আরও বলেন, “ভুল বোঝাবুঝির সুযোগ যেন না থাকে, সেদিকে কমিশন সতর্ক দৃষ্টি রাখছে। আলোচনা যাতে গঠনমূলক হয়, সে লক্ষ্যে কিছু বিষয় বাদ দিয়েও আমরা এগোচ্ছি।”

আলোচনায় ধারাবাহিকতা ও অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে আলী রীয়াজ বলেন, “এই ইতিবাচক ধারা অব্যাহত রাখা প্রয়োজন। যত বেশি সময় একত্রে কাজ করা যাবে, তত দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা দরকার।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর