মুসলিম বিশ্বের উন্নয়নে সহায়তা জোরদারে ইসলামি এনজিওগুলোকে আরও বেশি সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৬ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নারীদের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। কিন্তু কেউ যদি দরিদ্র হন, তাহলে তার জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হয়ে যায়। এ অবস্থায় স্বাস্থ্যসেবাকে গরিবদের সহায়তার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত।”
তিনি আরও বলেন, “সামাজিক ব্যবসা এমন একটি ক্ষেত্র, যা শুধু সহায়তা নয়—দারিদ্র্য বিমোচনের টেকসই পথ হতে পারে। বিশ্বজুড়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের এনজিও নেতারা জানান, অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা ইতোমধ্যে তাদের দেশে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এবং অনেকেই একই ধরণের উদ্যোগ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম. আবদুল আজিজ
এসআর
মন্তব্য করুন: