রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ কাঠা সরকারি প্লট আত্মসাতের অভিযোগে দায়ের করা ছয়টি দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করেছে আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব স্বাক্ষরিত এই গেজেট ৩ জুলাই বিজি প্রেস থেকে প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়েছে, মামলার তফসিলে বর্ণিত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এবং তারা আত্মগোপনে থাকায় আদালতে হাজির হওয়া থেকে বিরত রয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে ১৯৫৮ সালের ‘ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর ৬(১৩) ধারায় গেজেট প্রকাশের মাধ্যমে আগামী ধার্য তারিখে আদালতে স্বশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালানো হবে।
এর আগে গত ১ জুলাই গেজেট প্রকাশের আদেশ দেন আদালত। মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২০ জুলাই।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় গেজেট প্রকাশের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
২০২৫ সালের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ছয়টি পৃথক মামলা দায়ের করে দুদক। মামলাগুলোর তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তারা।
দুর্নীতির অভিযোগে দায়ের করা এই মামলাগুলোর তদন্তে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার তথ্য।
দুদক বলছে, নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হলে আসামিদের অনুপস্থিতিতেই বিচার চলবে।
এসআর
মন্তব্য করুন: