[email protected] রবিবার, ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ৮:০০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলুম ও অবিচারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পতাকা তুলে ধরার সাহস ও শক্তি জোগায় পবিত্র আশুরা।

সাহস ও শক্তি জোগায় পবিত্র আশুরা। এই দিন আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।”

শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

প্রফেসর ইউনূস বলেন, “এই শোকাবহ দিনে আমি মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শহীদ হওয়া তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ইসলাম শান্তি, ন্যায় এবং সত্যের ধর্ম। এই মহান আদর্শ রক্ষায় হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীরা জীবন উৎসর্গ করেন। অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে তাঁদের আত্মত্যাগ ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে।”

পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে ড. ইউনূস বলেন, “এই দিনে শুধু কারবালার হৃদয়বিদারক ঘটনা নয়, বরং পৃথিবী সৃষ্টিসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হাদিসে এসেছে, পবিত্র আশুরার দিনে দুটি রোজা রাখার প্রতি রাসুল (সা.) বিশেষ গুরুত্ব দিয়েছেন।”

বাণীতে তিনি বলেন, “আসুন, আশুরার তাৎপর্য হৃদয়ে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নেক আমল করি। সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করি। এই দিনে আমি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং সার্বিক কল্যাণ কামনা করছি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর