[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

চালের দাম সহনীয় পর্যায়ে আসবে শিগগিরই: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ফলে শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে এবং ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

চালের দাম এখনও কমেনি কেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মজুত পরিস্থিতি স্থিতিশীল থাকলে চালের বাজার খুব শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। তবে কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি দাম এতটা কমানো হবে না যাতে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে কিছু সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর