সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী কন্যা দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।
এ টি এম শামসুল হুদা ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সিইসি হিসেবে। তার অধীন নির্বাচন কমিশনই দেশে ব্যাপকভাবে প্রশংসিত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে।
১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) যুক্ত হন এবং দীর্ঘ চাকরি জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে প্রশাসনিক ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এসআর
মন্তব্য করুন: