দেশব্যাপী সহিংসতা ও দমন-পীড়নের নতুন রূপ ‘মব সন্ত্রাস’ এখন সাধারণ মানুষের জন্য এক বড় আতঙ্কে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
নারী নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর হামলা এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্বের ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেছেন, এসব বন্ধ না হলে বাংলাদেশ এক ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হবে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’ নামক সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে ছিল—
‘মব সন্ত্রাস বন্ধে সরকারের জোর পদক্ষেপ দরকার’
‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’-এর প্রধান উপদেষ্টা মুজিব রহমান বলেন, “সারাদেশে এখন মব আতঙ্ক। সরকারের এখন প্রধান কাজ হওয়া উচিত—মব সন্ত্রাস বন্ধ করা এবং আইনের শাসন নিশ্চিত করা।”
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি শাহদাৎ হোসেন বলেন, “নারীদের মর্যাদা ও নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। সম্প্রতি মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীর উপর হামলা শুধু আক্রোশের বহিঃপ্রকাশ নয়, এটি অন্য নারীদের ঘরবন্দি রাখার হুমকি।”
তিনি আরও বলেন, “এই সহিংসতার পেছনে একটি মৌলবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে। তারা সুপরিকল্পিতভাবে সমাজে নারীদের স্বাধীনতা ও মতপ্রকাশ দমিয়ে রাখতে চাইছে। এ অবস্থায় মৌলিক অধিকারের পক্ষে এবং সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
‘ধর্ষণ, খুন, দখল—সবচেয়ে বেশি ঘটছে এই সময়ে’
সংগঠনের উপদেষ্টা মিজান হাকিম বলেন, “বর্তমান সময়ে হত্যা, ধর্ষণ, দখল, চাঁদাবাজি—কোন অপরাধ নেই যা ঘটছে না। এমনকি সরকারের উপদেষ্টারাও এখন আগের চেয়ে বেশি শোষক হয়ে উঠেছেন।”
‘এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে’
শিক্ষাবিষয়ক সম্পাদক এলিজা রহমান বলেন, “বাংলাদেশ যেভাবে চলছে, তাতে আমরা একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোচ্ছি। এখনই পরিবর্তন প্রয়োজন, নয়তো সামনে আরো বিপদ অপেক্ষা করছে।
এসআর
মন্তব্য করুন: