[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে রাজনৈতিক ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন নিয়ে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিসির নবম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অধ্যাপক রীয়াজ বলেন, "বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রধান আসন রাজধানীতে থাকলেও দেশের প্রতিটি বিভাগে প্রধান বিচারপতির পরামর্শে একটি বা একাধিক স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে।"

তিনি আরও জানান, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হয়েছে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। নতুন প্রস্তাবে অপরাধীর ক্ষমার আগে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত গ্রহণ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

"রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিল এবং অনেক ক্ষেত্রে এর অপব্যবহার হয়েছে। সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, ক্ষমার ক্ষমতা ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে,"— বলেন আলী রীয়াজ।

এনসিসির এই সহসভাপতি জানান, আগামী সপ্তাহে জরুরি অবস্থা সম্পর্কিত আলোচনাও নতুন করে শুরু করা হবে। তিনি বলেন, "এই আলোচনায় এনসিসির সংশ্লিষ্টতা থাকলেও বর্তমানে বিষয়টি আলোচনার বাইরে রয়েছে। তাই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে বিষয়টি নিয়ে অগ্রসর হতে চাই।"

আলোচনার ধারাবাহিকতায় আগামী সপ্তাহে আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি আশা করছেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর