[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা: সাত জেলায় সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ৭:০৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৫ ৭:২২ পিএম

সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানায়, রাত ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নদীপথে চলাচলরত নৌযানকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, এক মাস মেয়াদি (জুলাই ২০২৫) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে—

  • জুলাইয়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  • ৫ থেকে ৬ দিন বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।
  • এক থেকে দুই দফা বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
  • দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া, জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির প্রভাবে নদনদীর পানিপ্রবাহ বাড়তে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে নদনদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর