[email protected] বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ৫:৪০ পিএম

সংগৃহীত ছবি

সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।

রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

সংশোধিত অধ্যাদেশে কী কী পরিবর্তন আনা হয়েছে, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর