প্রবাসী বাংলাদেশিদের জন্য বহনযোগ্য মালপত্রে (ব্যাগেজ) শুল্ক ছাড়সহ নতুন সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যাত্রীবান্ধব নীতির অংশ হিসেবে সংশোধিত ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, গত ২ জুন জারি করা বিধিমালায় বিভিন্ন পক্ষ ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে সংশোধন আনা হয়েছে। এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার নিয়মে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।
ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, সংশোধিত অংশ ছাড়া ব্যাগেজ বিধিমালার অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে।
সরকার জানিয়েছে, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে এই সংশোধনী আনা হয়েছে।
এতে যেমন যাত্রীরা সুবিধা পাবেন, তেমনি শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগও আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: