[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ১২:৪৮ এএম

সংগৃহীত ছবি

মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

নির্দেশনায় বলা হয়েছে, সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না। দেশের বিভিন্ন সার্কেল অফিসকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বিআরটিএ জানায়, কিছু ক্ষেত্রে কাস্টমস থেকে ‘মোটরসাইকেল’ হিসেবে ঘোষণা দিয়ে ত্রুটিপূর্ণ যান আমদানি করা হচ্ছে এবং তা রেজিস্ট্রেশনের চেষ্টা চলছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে আমদানি করা মোটরসাইকেলগুলোর চেসিস ও ইঞ্জিন নম্বর যাচাই-বাছাই করে তালিকা অনুমোদনের পর তা বিআরটিএর আইএস সিস্টেমে আপলোড করা হবে।

এই প্রক্রিয়ার বাইরে গিয়ে ৩১ জুলাইয়ের পর কোনো সিবিইউ (Completely Built Unit) বা এসকেডি (Semi-Knocked Down) মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

এ নির্দেশনায় বিআরটিএ চেয়ারম্যানের অনুমোদন রয়েছে এবং নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর