ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ শাস্তি হিসেবে গুরুদণ্ড দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের ৬ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তাপসী তাবাসসুম। এতে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ এনে বিভাগীয় মামলা করা হয়।
পরবর্তীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তবে তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার আওতায় তাকে গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
পর্যায়ক্রমে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তদন্ত প্রতিবেদন, জবাব, প্রাসঙ্গিক নথি এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, তাপসী তাবাসসুম ঊর্মি তার বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন:
“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটন পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”
এই মন্তব্য ঘিরে সামাজিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।
এসআর
মন্তব্য করুন: