[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ৬:০২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৫ ৬:০২ পিএম

লোগো

প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে।

এবং এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে—এ মর্মে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে—এ মর্মে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ৫ আগস্টকে প্রতি বছর ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে (সাধারণ ছুটিসহ) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারিকৃত ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ নম্বর পরিপত্র অনুযায়ী 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে ৫ আগস্ট এখন থেকে সরকারি ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে চিহ্নিত থাকবে এবং দিনটি জাতীয়ভাবে উদযাপিত হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর