ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, জুলাই মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডার এখন বিক্রি হবে ১ হাজার ৩৬৪ টাকায়। যা জুন মাসে ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দাম কমেছে ৩৯ টাকা।
এর আগে, গত জুন মাসেও ১২ কেজির এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমানো হয়েছিল। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪০৩ টাকা।
বিইআরসি সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের বাজারে এই মূল্য হালনাগাদ করা হয়।
এ দাম শুধু সরকারি নির্ধারিত এলপিজি কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য।
তবে, বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও পরিবহন খরচের কারণে কিছুটা পার্থক্য থাকতে পারে বলে জানিয়েছে কমিশন।
এসআর
মন্তব্য করুন: