[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এ মাসেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব: ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ১২:৪৫ পিএম

সংগৃহীত ছবি

সবার সম্মিলিত ঐকমত্যের ভিত্তিতে চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপ শুরুতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "দলগুলোর নিজ নিজ অবস্থান রয়েছে, কিন্তু আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো বড় অগ্রগতি হচ্ছে না, তবে আমরা একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। দেশের মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে আছে।"

সংস্কার বিষয়ে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা কেউই আর পুরোনো অবস্থায় ফিরতে চাই না। যে জাতীয় অঙ্গীকার নিয়ে গত জুলাইয়ে আমরা একত্র হয়েছিলাম, তার কতটা বাস্তবায়ন হয়েছে? আমাদের নিজেদের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।"

আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ দল দ্বিকক্ষীয় সংসদব্যবস্থার পক্ষে মত দিয়েছে বলে জানান ড. রীয়াজ। তিনি বলেন, উচ্চকক্ষ গঠনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বণ্টনের বিষয়ে অধিকাংশ দল একমত হলেও কিছু দল এখনো দ্বিধায় রয়েছে।

সংলাপের সূচনায় সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে কমিশন প্রথম দফায় ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৫টি অধিবেশন সম্পন্ন করে। আজ থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে।

এদিন আলোচনার আলোকে তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ারসহ কয়েকটি অমীমাংসিত ইস্যুতে মতবিনিময়ের কথা রয়েছে।

এর আগে গত ২৯ জুন ড. আলী রীয়াজ বলেছিলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মিলিত ঐকমত্য জরুরি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর