স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন তাকে বিনাশ করতে পারি—এই হোক জুলাইয়ের শিক্ষা,"—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই বিপ্লব’ স্মরণে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির এই দিনে ড. ইউনূস বলেন, “গত বছর জুলাইয়ে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তা যেন ভবিষ্যতেও অটুট থাকে।
আমাদের যেন আর কখনও ১৬ বছর অপেক্ষা করতে না হয় গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য।”
তিনি আরও বলেন, “আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসেই শিক্ষার্থীরা যে আন্দোলনের সূচনা করেছিল, তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে রূপ নেয়। সেই আন্দোলন আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল, স্বৈরাচারের পতনের পথ তৈরি করেছিল।”
জুলাইয়ের অভ্যুত্থান প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক অমোঘ ডাক—এক সর্বস্তরের মানুষের জাগরণ। আন্দোলনের মূল বার্তা ছিল—ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়া, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সচেতন ও ঐক্যবদ্ধ থাকি।
এসআর
মন্তব্য করুন: