বিদেশ সফরের সময় বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসিফ মাহমুদের ব্যাগে যা পাওয়া গেছে, সেটা একে-৪৭ নয়, বরং তার লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের খালি ম্যাগাজিন। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ব্যাগে থেকে গেছে। বিষয়টি নিছক এক ভুল।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “অনেক সময় ভুল করে মানুষ চশমা না নিয়ে মোবাইল ফোন নিয়ে বের হয়ে যান। এটাও সেরকমই একটি ভুল। উপদেষ্টা যদি আগে জানতেন, তাহলে তিনি কখনোই সেটি সঙ্গে নিতেন না।”
এ সময় সাংবাদিকরা প্রশ্ন তোলেন— বয়স ৩০ বছর পূর্ণ না হলে কেউ কি বৈধভাবে অস্ত্রের লাইসেন্স পেতে পারেন? উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যেহেতু সেই নির্দিষ্ট আইনটি দেখিনি, তাই এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে, কারণ দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা পড়েনি; ধরা পড়ে তৃতীয় ধাপে। এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেক সময় কিছু ব্যক্তি নেতা বা প্রভাবশালী হওয়ার সুবাদে বাড়তি সুবিধা পান। এটা হওয়া উচিত নয়। আমরা চাই, আইন যেন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বৈঠকে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, “এই সময়জুড়ে দেশজুড়ে নানা আয়োজন থাকবে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, তবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”
এসআর
মন্তব্য করুন: