[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সরকারি অফিসে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির পরিকল্পনা: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ৫:০৬ পিএম

সংগৃহীত ছবি

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সরকারের অনেক দপ্তরে এমন কিছু পদ রয়েছে, যেখানে পূর্ণকালীন স্থায়ী নিয়োগের প্রয়োজন হয় না। এসব পদে শিক্ষার্থীদের পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দিলে একদিকে সরকারের ব্যয় কমবে, অন্যদিকে শিক্ষার্থীরাও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

তিনি লেখেন, “আমরা সরকারের বিভিন্ন অফিসে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই। এতে সরকারের খরচ হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা উপার্জনের সুযোগ পাবে, যা তাদের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করবে।”

এর আগে একই দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম নিয়োগ দেওয়া হয়েছে, যা এই উদ্যোগেরই একটি সফল দৃষ্টান্ত।

তিনি বলেন, “বিভিন্ন উন্নত দেশের মতো বাংলাদেশেও শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত করার সময় এসেছে। আমরা ইতোমধ্যে কিছু সফল মডেল তৈরি করেছি। এখন চাই এ উদ্যোগকে আরও বিস্তৃত করা।”

তিনি আরও জানান, এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং কীভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে, সে বিষয়েও কাজ চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা শুধু শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগই নয়, বরং সরকারের জনবল সংকট দূরীকরণ ও ব্যয় সাশ্রয়ের দিক থেকেও তা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর