বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে সরকার।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৩০ জুন) সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, “দূষণ রোধে পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়িগুলো পর্যায়ক্রমে সড়ক থেকে সরিয়ে ফেলা হবে। এই প্রক্রিয়ায় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ইতোমধ্যে ২৫০টি নতুন বাস কেনার অনুমোদনও পাওয়া গেছে।”
তিনি আরও জানান, ঢাকার আশপাশে ‘নো ব্রিক ফিল্ড জোন’ ঘোষণা করা হবে এবং ধুলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে যাতে নগরবাসী স্বস্তি পায়।
“শীতকালের আগে, অর্থাৎ অক্টোবরের মধ্যেই ভাঙাচোরা রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি, চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বায়ুর মান উন্নয়নে সরকার কাজ করবে,” বলেন উপদেষ্টা।
এসআর
মন্তব্য করুন: