[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

এর পরিবর্তে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে য‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ জুন) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে একটি পরিপত্র জারি করেছিল।

ওই পরিপত্রে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয় এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে তা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়।

একইসঙ্গে ওই ঘোষণায় রংপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের কথাও বলা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র ৫ আগস্ট ও ১৬ জুলাই যথাক্রমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর